thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সালাহদের কাঁদিয়ে বিশ্বকাপে মানের সেনেগাল

২০২২ মার্চ ৩০ ১২:৫৯:২১
সালাহদের কাঁদিয়ে বিশ্বকাপে মানের সেনেগাল

দ্য রিপোর্ট ডেস্ক: কাতার বিশ্বকাপের টিকিট কাটতে চলছে নির্মম লড়াইয়ের রাত।বন্ধু শত্রু হয়ে গেছেন। সতীর্থরা একে অপরের মুখোমুখি। মঙ্গলবার রাতে যেমন মুখোমুখি হয়েছিলেন লিভারপুলের দুই তারকা বন্ধু মোহামেদ সালাহ ও সাদিও মানে।

কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার প্লে অফে সাদিও মানের সেনেগালের কাছে হেরে গেছে মোহামেদ সালাহর মিশর। বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। আগামী বিশ্বকাপ যেমন ইতালিকে ছাড়া হবে। তেমনি দেখা যাবে না সালাহর পায়ের জাদুও।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় সেনেগাল। তিন মিনিটে সালাহদের জালে জড়িয়ে দেয় বল। ওই লিড ধরে রেখেই তারা শেষ করে ম্যাচের ৯০ মিনিট। কিন্তু তারপরও ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

কারণ প্লে অফে প্রথম লেগে ১-০ গোলে ঘরের মাঠে জয় পেয়েছিল মিশর। অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে পারেননি। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে হেরেছে মিশর। শট মিস করেছেন সালাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর