thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রমজানে অফিসের সময়সূচির প্রজ্ঞাপন জারি

২০২২ মার্চ ৩০ ১৭:৫১:০৪
রমজানে অফিসের সময়সূচির প্রজ্ঞাপন জারি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র রমজান মাস বিবেচনায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আগের মতোই থাকবে।

এতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সেবা অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব বিধিবিধান অনুযায়ী অফিসসূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে রমজানে অফিসের সময়সূচি অনুমোদন দেয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর