thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই 25, ২ শ্রাবণ ১৪৩২,  ২১ মহররম 1447

অবসরের ইঙ্গিত দিলেন মোহাম্মদ সালাহ

২০২২ এপ্রিল ০১ ১৫:৩৭:১১
অবসরের ইঙ্গিত দিলেন মোহাম্মদ সালাহ

দ্য রিপোর্ট ডেস্ক: সেনেগালের বিপক্ষে হেরে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে মিসর। এরপরই দলটির সেরা তারকা ও লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর কথায় জাতীয় দল থেকে তার অবসরের ইঙ্গিত মিলেছে।

মিসরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে সালাহ জাতীয় দলে খেলে গর্বিত বলে মন্তব্য করেন।

ভিডিওতে দেখা গেছে, মিসরের হারের পর লকার রুমে তার সতীর্থদের উদ্দেশ করে সালাহ বলেছেন, ‘আমি গতকাল (ম্যাচের আগে) খেলোয়াড়দের বলেছিলাম যে, তাদের সঙ্গে খেলতে পেরে গর্বিত এবং তারা আমার খেলা সেরাদের মধ্যে একজন। এখানে খুব বেশি কিছু বলার নেই। তবে আমি এখানে থাকি কিংবা না থাকি, আপনাদের সঙ্গে খেলতে পারাটা সম্মানের ব্যাপার।’

লিভারপুল ফরোয়ার্ডের এমন মন্তব্য করার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসরের প্রস্তুতির সংকেত হিসেবে বর্ণনা করা হচ্ছে।

২৯ বছর বয়সী সালাহ ২০১১ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ২০১৭ সালে কঙ্গোর বিপক্ষে তিনি শেষ মুহূর্তে গোল করে মিসরকে বিশ্বকাপে তুলতে ভূমিকা রাখেন।

গত ফেব্রুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগালের কাছে টাইব্রেকারে হারে মিশর। এরপর গত মঙ্গলবার একই প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় ফারাওরা। এই ম্যাচে মোহাম্মদ সালাহর নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এমন দুই হারের হতাশা থেকেই হয়তো সালাহ হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চাইছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর