thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০, শতাধিক কারাখানা ছুটি

২০১৩ নভেম্বর ১২ ১০:৫৫:০০
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০, শতাধিক কারাখানা ছুটি

দিরিপোর্ট২৪ সংবাদদাতা : মজুরি বোর্ডের নির্ধারণ করা বেতন বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার জামগড়ায় শ্রমিকরা বিক্ষোভ করে। বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে নেমে বিক্ষোভের সময় পুলিশ বাধা দেয়। শুরু হয় পুলিশ-শ্রমিক সংঘর্ষ। এ সময় ২০ শ্রমিক আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার জামগড়ার নিশ্চিন্তপুর এলাকায় নীট এশিয়া কারখানার শ্রমিকরা এসে কাজ না করে সড়কে নেমে পড়ে। এ সময় শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে অবস্থান নেয়। তাদের সঙ্গে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

সকাল থেকে একই ঘটনা ঘটে এলাকার নরসিংহপুর, দামপাড়া, ঘোষবাগ, শিমুলতলা এলাকার বিভিন্ন পোশাক কারখানায়। পরে প্রায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় আশুলিয়ার শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

(দিরিপোর্ট২৪/ওএস/এমসি/জেএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর