thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চাঁদাবাজি কোথায় হয়, জানতে চান বাণিজ্যমন্ত্রী

২০২২ এপ্রিল ০৪ ০৮:৫০:১৯
চাঁদাবাজি কোথায় হয়, জানতে চান বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, তা জানার আগ্রহ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশের কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হয় তা আমাকে জানান, আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

রোববার (৩ এপ্রিল) রাজধানীর কাওরান বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে কারওয়ান বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গেও সভা করেন মন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে আসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি। বাজারে পাইকারিতে তেমন সমস্যা না থাকলেও খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহ আপনাদের মাফ করবেন না। যেখানে উৎসবের সময় বিশ্বের সব দেশে দাম কমে, আমাদের এখানে দাম বাড়ানো হয়। আমাদের প্রতিবেশী ভারতে পূজায় বিভিন্ন পণ্যের দাম কমে, আর আমাদের এখানে সিয়াম-সাধনার মাসে দাম বাড়ানো হয়েছে। তবে কি আল্লাহ আপনাদের মাফ করবেন?’

তিনি বলেন, ‘কোথাও যদি চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে আমার নম্বরটি নিন। আমাকে জানান। আমি এ বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজারে কিছুটা অসঙ্গতি দেখেছি। পাইকারিতে মোটা চাল ৪৩-৪৪ টাকা, খুচরায় সেটা আরও বাড়বে। তবে এখন আর মোটা চাল কেউ খায় না। রিকশাচালকও চিকন চাল খোঁজেন। আমরা খুচরায় আরও মনিটরিং বাড়াতে চাই, এজন্য কাজ করবে টাস্কফোর্স।’

মাংসের মূল্যবৃদ্ধি নিয়ে টিপু মুনশি বলেন, ‘মাংসের দাম সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করে। আমরা সিটি করপোরেশনের সঙ্গে বসতে চাই।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর