thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক বাড়লেও কমেছে লেনদেন

২০২২ এপ্রিল ০৩ ১৪:৫৫:২৫
সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। রোববার ডিএসইর ব্রড ইনডেক্স সূচক ১৪ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। আর লেনদেন হয়েছে প্রায় ৮৩৬ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই ব্রড ইনডেক্স ০.২০ শতাংশ বা ১৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৭১.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭০.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮৭.৯৭ পয়েন্টে।

তথ্যানুযায়ী, দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টি, কমেছে ১৯৫ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

দিনজুড়ে ডিএসইতে ২০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭০৭টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ১৫১ বার হাতবদল হয়ে ৮৩৬ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন হয়।

গত বৃহস্পতিবার ডিএসইতে ২১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩০২টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৮০৮ বার হাতবদল হয়ে ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়।সে হিসেবে আজ লেনদেন কমেছে প্রায় ২৮০ কোটি টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭০.৩১ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮১৯.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৬ টির, কমেছে ১২৫ টির। দাম অপরিবর্তিত রয়েছে ৩৮ টি প্রতিষ্ঠানের। দিনজুড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৩৭৬ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর