thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

টপ টেন গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল

২০২২ এপ্রিল ০৩ ১৯:৫০:০৫
টপ টেন গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারে বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। রোববার কোম্পানিটির ১০ শতাংশ দর বৃদ্ধি হলেও মাত্র ৪২৫টি শেয়ার লেনদেন হয়। বিক্রেতার অভাবে এ কোম্পানির আর কোন শেয়ার লেনদেন হয়নি। এ কোম্পানির শেয়ার দর বর্তমানে ২৪ দশমিক ২ টাকায় অবস্থান করছে।

ডিএসই থেকে পাওয়া তথ্যানুযায়ী, টপটেন গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। দিনজুড়ে এ কোম্পানির ১ কোটি ৩০ লাখ ৭ হাজার ২৬৩টি শেয়ার ২ হাজার ২৭৫ বার হাত বদল হয়। লেনদেন হয় প্রায় ৫৭ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার দর বর্তমানে ৪৫ দশমিক ৪০ টাকায় অবস্থান করছে।

তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১। এ প্রতিষ্ঠানের প্রতি ইউনিট দর বাড়ে ৮ দশমিক ৯১ শতাংশ। দিনজুড়ে মিউচুয়্যাল ফান্ডটির ১৯ লাখ ৯৭ হাজার ৩১৪টি ইউনিট ৫২২ বার হাত বদল হয়। প্রতি ইউনিটের দর বর্তমানে ১১ টাকায় অবস্থান করছে।

এছাড়া টপটেন গেইনারের চতুর্থ স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৮ দশমিক ১৭ শতাংশ বেড়ে বর্তমানে ৪৯ টাকায় অবস্থান করছে। দিনজুড়ে কোম্পানিটির ১৪ লাখ ৭৫ হাজার ১৬৪টি শেয়ার ১ হাজার ৬১২ বার হাত বদল হয়। লেনদেন হয় প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা।

টপটেন গেইনারের পঞ্চম স্থানে রয়েছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৭ দশমিক ৪৭ শতাংশ বেড়ে বর্তমানে ৩০ টাকা ২০ পয়সায় অবস্থান করছে। দিনজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ২৬ হাজার ৯২৬টি শেয়ার ২ হাজার ২২৩ বার হাত বদল হয়। লেনদেন হয় প্রায় ১২ কোটি ৯৮ লাখ টাকা।

টপটেন গেইনারের তালিকায় থাকা অন্য ৫টি কোম্পানির মধ্যে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর ৬ দশমিক ২২ শতাংশ বেড়ে ষষ্ঠ স্থানে, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৩৩ শতাংশ বেড়ে সপ্তম স্থানে, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৩১ শতাংশ বেড়ে অষ্টম স্থানে, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ বেড়ে নবম স্থানে এবং মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর ৫ শতাংশ বেড়ে তালিকার দশম স্থানে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর