thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

দর পতনের শীর্ষে ডাচ বাংলা ব্যাংক

২০২২ এপ্রিল ০৩ ১৮:৪৫:০৬
দর পতনের শীর্ষে ডাচ বাংলা ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। সপ্তাহের ৫ কার্যদিবসে ডাচ বাংলার দর কমেছে ১১.৯৬ শতাংশ। আর লেনদেনে অংশ নেওয়া মোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টি প্রতিষ্ঠানের বা ইউনিটের দর কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ২৭ মার্চ রোববার ডাচ বাংলা ব্যাংকের শেয়ার প্রতি ৭৬ দশমিক ৯০ টাকায় লেনদেন শুরু হয়। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্প্রতিবারের লেনদেন শেষে প্রতিষ্ঠানটি শেয়ার দর কমে বর্তমানে ৬৭.৭০ টাকায় অবস্থান করছে।

অথ্যাৎ সপ্তাহের ব্যবধানে ডাচ বাংলা ব্যাংকের শেয়ার দর ৯.২০ টাকা বা ১১.৯৬ শতাংশ কমেছে। আর এ দরপতনের মাধ্যমে ব্যাংকটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে আছে এটলাস বাংলাদেশ। সপ্তাহ জুড়ে এ প্রতিষ্ঠানটির দর কমেছে ৭.৭৫ শতাংশ।

এছাড়া, জিবিবি পাওয়ারের দর ৭.২৭ শতাংশ কমে তৃতীয় স্থানে, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর ৬.৭৪ শতাংশ কমে চতুর্থ স্থানে, খুলনা পাওয়ারের দর ৬.২৯ শতাংশ কমে পঞ্চম স্থানে, শাশা ডেনিমসের দর ৫.৮৪ শতাংশ কমে ষষ্ঠ স্থানে, বসুন্ধরা পেপারের দর ৫.৭৭ শতাংশ কমে সপ্তম স্থানে , এনভয় টেক্সটাইলের দর ৫.৭৩ শতাংশ কমে অষ্টম স্থানে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দর ৫.৭০ শতাংশ কমে নবম স্থানে ও আমরা নেটওয়ার্কসের শেয়ার দর ৫.৬৫ শতাংশ কমেছে লুজারের দশম স্থানে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর