thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সূচকের সঙ্গে কমলো লেনদেন

২০২২ এপ্রিল ০৪ ১৯:০৬:৪৫
সূচকের সঙ্গে কমলো লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ এপ্রিল) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের দিনের চেয়ে ২১৬ কোটি টাকার লেনদেন কম হয়েছে। আগের কার্যদিবস রোববার (৩ এপ্রিল) ডিএসইতে সূচকের উত্থান লেনদেন শেষ হয়।

একইসঙ্গে, এদিন লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৯৬টির,বেড়েছে ৪৬টিরএবং অপরিবর্তিত আছে ৩৯টির।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৭১৭.৯১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৮.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬২.০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৬৮.৭১ পয়েন্টে।

এদিন, ডিএসইতে ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২১৬ কোটি টাকা কম।

দরপতনের এই দিনে লেনদেনের শীর্ষের ১০টি কোম্পানি হলো আইপিডিসি,ভিএফএস থ্রেড ডাইয়িং লিমিটেড,বেক্সিমকো,লাফার্জ হোলসিম বাংলাদেশ,নাহি অ্যালুমিনিয়াম,বিডি ল্যাম্পস,জেনেক্স লিমিটেড,জিএসপি ফাইন্যান্স কোম্পানি,ইয়াকিন পলিমার এবং ফুয়াং ফুড।

(দ্য রিপোর্ট/ টিআইএম/৪ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর