thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

আরটিআই আবেদনেও মেলেনি ওষুধের দাম বাড়া-কমার তথ্য

২০২২ এপ্রিল ০৫ ১৬:১৭:৩৮
আরটিআই আবেদনেও মেলেনি ওষুধের দাম বাড়া-কমার তথ্য

শরীফুল রুকন: ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত যেসব ওষুধের দাম কমেছে এবং যেসব ওষুধের দাম বেড়েছে, তা জানতে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে তথ্য নেওয়ার নানান চেষ্টা করা হয়। কিন্তু পাওয়া যায়নি।

এসব বিষয়ে তথ্য চেয়ে গত ১১ জানুয়ারি তথ্য অধিকার আইনে (আরটিআই) ওষুধ প্রশাসনে আবেদন করা হয়। এরপর ৩০ জানুয়ারি ওষুধ প্রশাসনের পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ স্বাক্ষরিত এক চিঠিতে সদুত্তর না দিয়ে জানানো হয়, ‘উপর্যুক্ত বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনস্বার্থে এ্যলোপ্যাথিক ঔষধের হালনাগাদ মূল্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা আছে।’

৩০ জানুয়ারির পর থেকে বেশ কিছু দিন ওষুধ প্রশাসনের ওয়েবসাইটে ওষুধের বর্তমান মূল্য থাকলেও কতটি ওষুধের দাম কমেছে বা বেড়েছে- সে সংক্রান্ত তথ্য ছিল না। এরপর গত ৮ মার্চ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ওয়েবসাইটে গিয়ে হালনাগাদ মূল্যও দেখা যায়নি। মূল্য তালিকা দেখতে চাইলে ইংরেজিতে লেখা আসে, ‘নো ডাটা এভেইলেবল ইন টেবল’।

এদিকে তথ্য অধিকার আইনে আবেদন করেও ওষুধের দাম প্রসঙ্গে সদুত্তর না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মুখপাত্র ও পরিচালক মো. আইয়ুব হোসেন বলেন, ‘তথ্য অধিকার আইনে আপনার আবেদনের বিষয়ে আমাকেও জানানো হয়েছে। কিন্তু ওষুধের দাম কমা বা বাড়া সংক্রান্ত তথ্যের কোনো পরিসংখ্যান আমাদের কাছে আপাতত নেই। এ ধরনের হিসাব আমরা রাখি না। ওষুধের নতুন মূল্য অনুমোদন করে আমরা ওয়েবসাইটে হালনাগাদ করে দিই। কোনো ওষুধের দাম কমেছে কি না বা বেড়েছে কি না, সেটা আলাদা করে হিসাব রাখা হয় না। এসব তথ্য বের করতে হলে সময় লাগবে।’

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও চট্টগ্রামের সাধারণ সম্পাদক আশীষ কুমার ভট্টাচার্য বলেন, ‘গ্যাস্ট্রিক, অ্যান্টিবায়োটিক, ডায়বেটিস, হার্ট, নিউরোলজি, উচ্চ রক্তচাপের ওষুধের বিক্রি বেশি হয়। গত তিন বছরে এসব ওষুধের দাম কমেনি। উল্টো অসংখ্য ওষুধের দাম বেড়েছে। শুধু এসব ওষুধ নয়, সব ধরনের ওষুধের দামই বাড়িয়েছে কোম্পানিগুলো। ওষুধ কোম্পানির লোকজন দাম বৃদ্ধির জন্য সবসময় কাঁচামালকে দায়ী করেন।’

অনুসন্ধানে অসংখ্য কাঁচামালের দাম কমার চিত্র উঠে এসেছে জানালে আশীষ কুমার ভট্টাচার্য বলেন, ‘কাঁচামালের দাম যদি কমে থাকে, ওষুধের দামও কমানো উচিত।’

মূল প্রতিবেদন : ওষুধ ডাকাতির ৫ দাওয়াই

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর