thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের পতন আর লেনদেনের উত্থান দিয়ে সপ্তাহ পার

২০২২ এপ্রিল ০৭ ১৯:৫৫:১৬
সূচকের পতন আর লেনদেনের উত্থান দিয়ে সপ্তাহ পার

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের পতন আর লেনদেনের উত্থানের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের শেষ দিনের পুঁজিবাজার। আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও গত দুদিনের চেয়ে বেড়েছে কিছুটা লেনদেন । ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর সূচক অবস্থান করছে ৬৬৪১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে কমেছে ২১ পয়েন্ট। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়া সূচকের অবস্থান ১৪৫৩ পয়েন্টে যা আগেরদিনের চেয়ে ২ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। ডিএসই ৩০ সূচক অবস্থান করছে ২৪৫১ পয়েন্টে যা ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে, আজ ডিএসইতে ৩৮১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৯টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ারের দর।

সপ্তাহের শেষের লেনদেনের শীর্ষের ১০টি কোম্পানি হচ্ছে বেক্সিমকো, সোনালী পেপার,লাফার্জহোলসিম, জিবিবি পাওয়ার, বিবিএস,আইপিডিসি,নাহি এলুমিনিয়াম, বিএসসি,স্কয়ার ফার্মা,ইয়াকিন পলিমার।

(দ্য রিপোর্ট / টি আই এম/৭ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর