thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তাইজুল ফেরালেন ভয়ংকর হয়ে ওঠা এলগারকে

২০২২ এপ্রিল ০৮ ১৯:১২:০৮
তাইজুল ফেরালেন ভয়ংকর হয়ে ওঠা এলগারকে

দ্য রিপোর্ট ডেস্ক: ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার। করে ফেলেছিলেন ৭০ রান। তবে এই বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান। মাঠে আছেন কিগান পিটারসেন ও টেম্বা বাভুমা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ফর্মে আছেন প্রোটিয়া অধিনায়ক এলগার। এখন পর্যন্ত সিরিজে খেলা তিন ইনিংসেই তুলে নিয়েছিলেন ফিফটি। প্রথম টেস্টে দুই ইনিংসে ৬৪ ও ৬৭ রান করার পর আজ ছাড়িয়ে গিয়েছিলেন সেটিও। তবে ৭০ রান করে তাইজুলের বলে লিটনের ক্যাচ হয়ে ফেরেন এলগার।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার রায়ান রিকেলটনকে নিয়ে পঞ্চাশ রানের ওপেনিং জুটি গড়েন এলগার। ২৪ রান করা রিকেলটনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন খালেদ। পরবর্তীতে পিটারসেনকে নিয়ে আবার পঞ্চাশ রানের জুটি গড়েন এলগার। ৮১ রানের সেই জুটি ভাঙে এলগারের বিদায়ে। ফেরার আগে ৮৯ বলেই ১০ চারে ৭০ রান করে ফেলেন এলগার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর