thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ব্রিটিশ রাজবধূর গায়ে বাংলাদেশের তৈরি পোশাক

২০২২ এপ্রিল ১০ ০৬:৪৮:২৭
ব্রিটিশ রাজবধূর গায়ে বাংলাদেশের তৈরি পোশাক

দ্য রিপোর্ট ডেস্ক: ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে দেখা গেছে বাংলাদেশের তৈরি পোশাকে। সম্প্রতি বাংলাদেশি পোশাক কারখানা ‘এমবিএম’ এর তৈরি জি-স্টার প্যান্ট পরতে দেখা গেছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে।

শুক্রবার (৮ এপ্রিল) বিজিএমইএর মহাসচিব ফয়জুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এদিকে, বাংলাদেশে তৈরি পোশাক ফ্যাশন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যেতে দেখে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা আমাদের পোশাক শিল্পের জন্য গর্বিত। যেটি শুধু বাংলাদেশের আর্থ-সামাজিক রূপান্তরই নয়, লাখ লাখ মানুষকে দারিদ্র্যের অতল গহ্বর থেকে তুলে আনে। নারীর ক্ষমতায়নে, মেয়েদের শিক্ষার পথ প্রশস্ত করতে অপরিসীম অবদান রেখেছে। বিশ্বে একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড তৈরি করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।’

‘মেইড ইন বাংলাদেশ’ ১৬০টিরও বেশি দেশের কোটি কোটি মানুষের মধ্যে পোশাকের জন্য একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে বিশ্বস্ত এবং শক্তিশালী অবস্থানে চলে এসেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর