thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

২০২২ এপ্রিল ১০ ১৯:২৭:৫৮
জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন হয়েছে।

আজ রবিবার (১০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।

আইনজীবী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বিকাল বা সন্ধ্যার দিকে হৃদয় মণ্ডলের মুক্তি হতে পারে।

এর আগে সোমবার (৪ এপ্রিল) মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

গত ২২ মার্চ সকালে বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠে। এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ পুলিশকে জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শিক্ষক হৃদয় মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় বিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান আসাদ বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর