thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ম্যাচ ড্র, লড়াই জমিয়ে রাখল সিটি-লিভারপুল

২০২২ এপ্রিল ১১ ১০:০৫:৩৭
ম্যাচ ড্র, লড়াই জমিয়ে রাখল সিটি-লিভারপুল

দ্য রিপোর্ট ডেস্ক: প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ধরা হচ্ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল দ্বৈরথ। সেই দ্বৈরথে দুইবার পিছিয়ে পড়েও সিটির মাঠ ইতিহাদে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ে লিগ শিরোপার লড়াইও জমিয়ে রাখল দুই দল।

সিটির মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। সিটির অবশ্য এগিয়ে যেতে ৫ মিনিটের বেশি লাগেনি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। সিটির আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দিয়েছে লিভারপুল। ১৩ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের সহায়তায় লিভারপুলকে সমতায় ফেরান ডিয়োগো জোতা।

লিভারপুল সমতায় ফেরার পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ঝাঁপিয়ে পড়ে। নান্দনিক ফুটবলের পসরায় লড়াইও জমিয়ে তোলে তারা। তবে ৩৬ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। জোয়াও কানসেলোর সহায়তায় সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর সমতায় ফিরতে অবশ্য এক মিনিটের বেশি সময় নেয়নি লিভারপুল। সালাহর দারুণ এক অ্যাসিস্টে লিভারপুলকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান সাদিও মানে। সমতায় ফেরার পর দুই দলই গোলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। এর মাঝে সিটিকে আরেকবার এগিয়েও দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ফ্রি-কিক থেকে রিয়াদ মাহরাজের শট ফিরে আসে বারে লেগে। গোলের লক্ষ্যে এরপর দুই দলই একাধিক পরিবর্তন আনে, তবে কোনো পরিবর্তনই আর শেষ পর্যন্ত গোল এনে দিতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর