thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফের দরপতন পুঁজিবাজারে

২০২২ এপ্রিল ১১ ১৫:৫৫:৪২
ফের দরপতন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক : একদিন পরেই ফের দরপতন হলো পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনের পরিমাণও কমেছে।

ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইটের তথ্যমতে, প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৬৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনও নেমে এসেছে ছয় শ কোটি টাকার নিচে। আগের দিন লেনদেন ছিল ৬৪৩ কোটি টাকার বেশি। সেটি নেমেছে ৫৫৭ কোটি টাকায়।
আজ সপ্তাহের দ্বিতীয় দিন (সোমবার) লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটে মধ্যেই সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একের পর এক কোম্পানিগুলো দর হারাতে থাকলে কমতে থাকে সূচক। সকাল ১০টা ৩১ মিনিটে ২০ পয়েন্ট কমে সূচক।বেলা ১১টা পর্যন্ত সূচক বেড়ে ৬৬৭৫ পয়েন্টে যায়। এরপর থেকে টানা কমতে থাকে সূচক।
সপ্তাহের দ্বিতীয়দিন লেনদেনের শীর্ষের ১০টি প্রতিষ্ঠান হলো আইপিডিসি,বেক্সিমকো,সোনালী পেপার,লাফার্জহোলসিম,জেনেক্স,নাহিসিপি,ফরচুন,অরিয়ন ফার্মা,বিএসসি,সি পিয়ার্ল।
(দ্য রিপোর্ট, টিআইএম,১১ এপ্রিল ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর