thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কোন ভাবেই ধরে রাখা যাচ্ছে না দেশের পুঁজিবাজার

২০২২ এপ্রিল ১২ ১৬:৪৪:১৩
কোন ভাবেই ধরে রাখা যাচ্ছে না দেশের পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের সূচকের পতন কোনভাবেই থামানো যাচ্ছে না । প্রতিদিনই কমছে সূচক। আগের দিনের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণও।

ঢাকা স্টক একচেঞ্জ ওয়েবসাইট সুত্রে পাওয়া তথ্যমতে আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৬৫৭৪ পয়েন্টে আছে। ডিএসই বাকি অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়ায় সূচক ১১ পয়েন্ট কমে ১৪৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই ৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২৪৩১ পয়েন্ট দাঁড়িয়েছে।

এনিয়ে টানা দুইদিন দরপতন দেখলো শেয়ার বাজার। সোমবার কমেছিল ২৩ পয়েন্ট। মঙ্গলবার কমলো প্রায় তিনগুণ বেশি ৬৪ পয়েন্ট। রমজানের যত দিন যাচ্ছে সূচক যেনো ততই কমছে। রমজান শুরুর পর থেকে সূচক কমলো এনিয়ে ১৯৭ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে সার্কিট ব্রেকার ২ শতাংশ না থাকলে বাজারের কি হাল হতো তা নিয়ে। শেয়ার কেনাবেচায় আগ্রহ নেই বিনিয়োগকারীদের মাঝে। হাতে থাকা শেয়ার ছেড়ে দিতে পারলেই যেনো হাল ছেড়ে বাঁচেন। বিনিয়োগকারীদের মাঝেআশংকালোকসান আরো বৃদ্ধি পাবার।

এ ব্যাপারে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনিয়োগকারীর সাথে । তিনি জানান হাতে থাকা ২টি কোম্পানির শেয়ার লোকসানে ছেড়ে দিয়েছেন। তার আশংকা শেয়ারের দাম আরো কমবে,বাজারের অবস্থা আরো ভয়াবহ হবে।

সপ্তাহের তৃতীয়দিন মঙ্গলবার কমেছে ৩৩৭ টি কোম্পানির শেয়ারের দর । অন্যদিকে বেড়েছে মাত্র ১৮টি কোম্পানির শেয়ারের দাম। আগের দিনের দর ধরে রাখতে পেরেছে মাত্র ২৩টি কোম্পানি।

আগের দিনের কমেছে লেনদেনও। আজকে লেনদেনের পরিমান ছিলো ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার। গতকাল(সোমবার)যার পরিমাণ ছিলো ৫৫৭ কোটি টাকা।

লেনদেনের শীর্ষে থাকা ১০ টি প্রতিষ্ঠান হচ্ছেআইপিডিসি,বেক্সিমকো,লাফার্জহোলসিম,জেনেক্স,বিডিল্যাম্পস,স্কয়ার ফার্মা,সোনালীপেপার,লংকা বাংলা,ফরচুন।অরিয়ন ফার্মা।

(দ্য রিপোর্ট/ পিআইএম/১২ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর