thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

বিডি পেইন্টসের কিউআইও অনুমোদন

২০২২ এপ্রিল ১৩ ০০:৩৫:৪৩
বিডি পেইন্টসের কিউআইও অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত দেড় সপ্তাহ ধরে পুঁজিবাজারে চলছে করুণ দশা। এরুপ পরিস্থিতিতেও এসএমই খাতে নতুন কোম্পানি বিডি পেইন্টসকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থার ৮২০ তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।

নতুন এই কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা মার্কেট থেকে উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

উল্লেখ্য বিডি পেইন্টেসের ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি আয় বা (ইপিএস) হয়েছে দশমিক ৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিলো ১৫ দশমিক ৯৪ টাকা।

(দ্য রিপোর্ট/ টিআইএম/১২ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর