thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দক্ষিণ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

২০২২ এপ্রিল ১৫ ০০:০৬:৪৮
দক্ষিণ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

দ্য রিপোর্ট ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ল্যান্স করপোরাল কফিল মজুমদার গত ৬ এপ্রিল দক্ষিণ সুদানের আনমিসে মারা যান।

গতকাল বুধবার তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। সব আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের লাশ দাফনের জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর