thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই

২০২২ এপ্রিল ১৫ ১৪:২৮:৪৯
সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরের মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সাংবাদিক মোস্তফা কামাল পাশা ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

সাংবাদিক মোস্তফা কামাল পাশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর দিকে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তারা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর