thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

২০২২ এপ্রিল ১৫ ১৪:২৮:৪৯
লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর লালবাগের শহীদনগর বউ বাজার এলাকায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৬ মিনিটের দিকে লালবাগের শহীদনগর বউ বাজার এলাকার ৪নং গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে প্রাথমিকভাবে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, তারপর আরও ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিক কারখানাটি টিনশেড দিয়ে তৈরি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর