thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দরপতনের শীর্ষে ছিলো মার্কেন্টাইল ব্যাংক 

২০২২ এপ্রিল ১৭ ০০:১৭:২৩
দরপতনের শীর্ষে ছিলো মার্কেন্টাইল ব্যাংক 

দ্য রিপোর্ট প্রতিবেদক গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে ছিলো মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭ দশমিক ৫০শতাংশ।

ডিএসইর গেলো সপ্তাহের বাজার পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৯৯হাজার টাকা।

লুজারের দ্বিতীয় তালিকায় রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট১৪ কোটি ৬৬ লাখ ৫৪ হাজারটাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন৩ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৭ দশমিক ৪১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-জিবিবি পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ব্যাংক এশিয়া, বিডিকম অনলাইন, উত্তরা ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

(দ্য রিপোর্ট/ টিআইএম/১৬ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর