thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এ বছরেই শুরু হতে যাচ্ছে কমোডোটি একচেঞ্জ

২০২২ এপ্রিল ১১ ২২:৫০:৫৬
এ বছরেই শুরু হতে যাচ্ছে কমোডোটি একচেঞ্জ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরেই দেশে চালু হবার আশা দেখছে কমোডিটি এক্সচেঞ্জ। দেশের অন্যতম পুঁজিবাজার চিটাগাং স্টক একচেঞ্জের হস্তক্ষেপে শুরু হতে যাচ্ছে এই প্রকল্প। কৃষিজাত পণ্য এবং স্বর্ণের বার দিয়ে যাত্রা শুরু করতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রকল্প ।

অনলাইন প্ল্যাটফরম জুমে আজ সোমবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলন আয়োজন করে সিএসসি। সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এই বছরের মাঝে কমোডোটি একচেঞ্জ প্রকল্প শুরুর ব্যাপারে এই আশার কথা জানান। এছাড়া সংবাদ সম্মেলনে সিএসই’র পরিচালক ছিদ্দিকুর রহমান, মেজর এমদাদুল হক (অব), ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকসহ উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

দেশে কমোডিটি এক্সচেঞ্জ গঠনের বিষয়ে কোনো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা না থাকায়, ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) কাছ থেকে এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা নেবে সিএসই। এলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হবার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর