thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার নাসির

২০২২ এপ্রিল ১৯ ১১:১০:৫০
পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার নাসির

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে নিয়ে জল কম গড়ায়নি। সেই জল এখনো জমে আছে আদালতে। এরই মধ্যে সুখবর দিল এই দম্পতি। গত ৮ এপ্রিল ছেলে সন্তান এসেছে তাদের কোলজুড়ে। সোমবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নাসির নিজেই। সেইসাথে দেশবাসীর কাছে দোয়া চান নাসির-তামিমা দম্পতি।

এই দম্পতির কোলজুড়ে যে নতুন সদস্য আসছে সেটা জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্ত্রী তামিমা তাম্মীর বেবি বাম্পের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। তামিমা পেশায় কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর