thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুঁজিবাজার!

২০২২ এপ্রিল ১৯ ১৭:৪২:৩৬
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুঁজিবাজার!

দ্য রিপোর্ট প্রতিবেদক: টানা ১১ কার্যদিবস পতন দেখেছিলো দেশের পুঁজিবাজার। লেনদেন নেমে এসেছিল গত ১ বছরের মাঝে সর্বনিম্ন অবস্থায়। এরুপ বাস্তবতায় লেনদেন শুরু হয় আজ।লেনদেন শুরুর আধা ঘন্টার মধ্যে সূচক কমে ৬৪৮২ পয়েন্ট থেকে কমে ৬৪২৩ পয়েন্টে নেমে আসে। বিনিয়োগকারীদের মনে আশংকা দেখা যায় বাজার কি তাহলে আরেক ২০২০১ সালের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে? কিন্তু না বাজার আজ হতাশ করেনি বিনিয়োগকারীদের। পরিবর্তন হতে থাকে প্রেক্ষাপট। বেলা শেষে আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান সূচক অবস্থান করছে ৬৫৩০ পয়েন্টে।

ঢাকা স্টক একচেঞ্জওয়েবসাইট সুত্রমতে এমন তথ্য জানা পাওয়া গেছে। ডিএসইরঅন্য সুচকগুলোরমধ্যে ডিএসই শরিয়া সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪৩ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৩৬ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০৯ কোটি ৪৫ লাখ টাকা বেশি। গতকাল (সোমবার) ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছিল ঢাকা স্টক একচেঞ্জে।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি ও মিচুয়্যাল ফান্ডের শেয়ারের মাঝে দাম বেড়েছে ১৯৫টির। দাম কমেছে ১৩২ টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ারের দাম।
উল্লেখ্য, গতকাল ৩৪৭ টিকোম্পানির শেয়াররের দাম কমার বিরল স্বাক্ষী হয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার। এছাড়া চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই প্রধান সূচক ৩০ পয়েন্ট এবং দ্বিতীয় কার্যদিবসে হারায় ৭২ পয়েন্ট।
(দ্য রিপোর্ট /টিআইএম/১৯ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর