thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘ভালো থাকিস বন্ধু…’

২০২২ এপ্রিল ২০ ০৮:৩২:২২
‘ভালো থাকিস বন্ধু…’

দ্য রিপোর্ট ডেস্ক: ‘মোশাররফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দেন।’

বন্ধু, সতীর্থ মোশাররফ হোসেন রুবেলের জন্য এভাবেই সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সৃষ্টিকর্তার কৃপায় মোশাররফ রুবেল কিছুটা সুস্থও হয়েছিলেন। ফিরেছিলেন বাসায়।

কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে, সব ভালোবাসাকে ছিন্ন করে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ক্রিকেটার মোশাররফ রুবেল। মঙ্গলবার বিকেল পাঁচটায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাতেই যেন মুষড়ে পড়েছে দেশের ক্রিকেট অঙ্গন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও রুবেলের বন্ধু মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, 'ভালো থাকিস বন্ধু …’

সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, 'দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।'

ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবালও করেছেন প্রার্থনা, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মোশারফ হোসেন রুবেল ভাই (১৯৮১-২০২২)।'

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ, 'ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর সংবাদ জেনে হতাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন!'

শোকে বিমর্ষ লিটন দাসও, ‘মোশাররফ রুবেল ভাইয়ের খবর শুনে মর্মাহত। শান্তিতে বিশ্রাম নিন।'

টেস্ট অধিনায়ক মুমিনুল হক,‘ আজ সন্ধ্যায় মোশাররফ হোসেন রুবেলের মৃত্যু সংবাদ শুনে মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।’

আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমান লিখেছেন,‘ মোশাররফ রুবেল ভাই মারা যাওয়ার খবর শুনে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। তার পরিবারের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা।’

(দ্য রিপোর্ট/আরজেড/২০ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর