thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

এখন থেকে দর কমার সীমা ৫ শতাংশ

২০২২ এপ্রিল ২০ ১৮:১১:২২
এখন থেকে দর কমার সীমা ৫ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারদর কমার সর্বোচ্চ সীমা বাড়িয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোনো কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ৫ শতাংশ কমতে পারবে, এতদিন যা ছিল ২ শতাংশ।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

অব্যাহত দরপতনের প্রেক্ষিতে গত ৮ মার্চ সার্কিট ব্রেকার ২ শতাংশ নির্ধারণ করে দিয়েছিল বিএসইসি। তখনই বলা হয়েছিল উদ্ভুত পরিস্থিতির কারনে ২ শতাংশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে ২ শতাংশের সীমা তুলে নেয়া হবে। এরই ধারাবাহিকতায় তুলে নেয়া হলো ২% লোয়ার সার্কিট ব্রেকার।

এর আগে ২০২১ সালে সর্বোচ্চ পতনের ২ শতাংশ সীমা বেঁধে দিয়েছিল কমিশন। ওই বছরে প্রথম ও দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস তুলে নেয়া কোম্পানিগুলোর উপর এই সীমা আরোপ করা হয়।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর