thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

২০২২ এপ্রিল ২৩ ১৬:০৯:৪৪
নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা মামলায় প্রধান আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন সরদারকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রাতে আদাবর থেকে গ্রেফতারের পর পুলিশের করা মামলায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয় সহিংসতার সময় ব্যবসায়ীদের হয়ে হামলায় ইন্ধন দেন অ্যাডভোকেট মকবুল। অন্য হামলাকারীদের শনাক্ত করতে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা দরকার।

অন্যদিকে বিএনপি নেতার জামিনে মুক্তি চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা।

জামিন নামঞ্জুর করে অ্যাডভোকেট মকবুলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। নিউমার্কেট সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলা তদন্ত করছে ডিবি।

পুলিশের ওপর হামলা মামলা ছাড়াও পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা করেছে। তবে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় আসামি হিসেবে কারও নাম নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর