thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক ও লেনদেন দুটোই বাড়লো সপ্তাহের প্রথম কার্যদিবসে

২০২২ এপ্রিল ২৪ ১৬:০৮:২৫
সূচক ও লেনদেন দুটোই বাড়লো সপ্তাহের প্রথম কার্যদিবসে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবসে (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)্লেনদেন এবং সূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ ও চিটাগাং স্টক একচেঞ্জ ওয়েবসাইট সূত্রে এমন তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪১ কোটি ৭৬ লাখ টাকা বেশি। উল্লেখ্য সপ্তাহের শেষদিন ডিএসইতে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৮৮ পয়েন্টে।

ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১৪২টির এবং আগেরর দিনের দর ধরে রাখতে পেরেছেত ৩৯টি কোম্পানি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

(দ্য রিপোর্ট/ মাহা/২৪ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর