thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছে মানুষ

২০২২ এপ্রিল ২৫ ১৫:০১:০৩
দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছে মানুষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ সোমবার (২৫ এপ্রিল) দেওয়া হচ্ছে আগামী ২৯ এপ্রিলের টিকিট। কিন্তু টিকিট কাটতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। টিকিট কাটার জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। অপর দিকে দুর্ভোগ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছে মানুষ।

আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। গত দুই বছর করোনা মহামারির কারণে অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারেননি। এবার করোনার প্রভাব না থাকায় সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পাচ্ছেন। এ জন্য রাজধানীর কমলাপুর ও গাবতলীতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ রাজধানীর কমলাপুর, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

গাবতলী বাস টার্মিনালে খুলনাগামী আসাদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, গত দুই বছর পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে না পারায় এবার আগেভাগেই ঢাকা ছাড়ছি।

কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার রাকিন হোসেন বলেন, এবারের ঈদের বাড়ি ফেরা মানুষের চাপ বেশি। ২০ তারিখের পর থেকে মানুষের চাপ বেশি। আগাম টিকিট বিক্রি হয়ে গেছে, তবুও যাত্রীদের চাহিদা শেষ হচ্ছে না।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ১৭ জেলার সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এ দুটি নৌরুটে যাত্রী এবং যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু ফেরি সার্ভিসের কোনো উন্নতি না হওয়ায় উভয় ঘাটে দুর্ভোগ লেগেই থাকছে।

এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, রেলের ঈদের আগাম টিকিট বিক্রি প্রথম দিন শনিবার যে পরিমাণ মানুষের ভিড় ছিল, গতকাল রবিবার কমলাপুর স্টেশনে ছিল তার চেয়েও দ্বিগুণ ভিড়। একযোগে ১৮টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। দুটি কাউন্টারে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। ঢাবির শহীদুল্লাহ হলের ছাত্র নয়ন বলেন, রাত ৩টার পর আরেক বন্ধুসহ টিকিটের জন্য এসেছেন। টিকিটের লাইন দিয়ে স্টেশনের পাশেই সেহরি খেয়েছেন। সকাল সাড়ে ১০টায় টিকিট পেয়েছেন। রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ সোমবার দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট। ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর