thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

লর্ডসের ব্যালকনিতে আজান, ইফতার আয়োজন ইসিবির

২০২২ এপ্রিল ২৫ ১৮:০১:২১
লর্ডসের ব্যালকনিতে আজান, ইফতার আয়োজন ইসিবির

দ্য রিপোর্ট ডেস্ক: বর্তমান সময় ইংল্যান্ড ক্রিকেট দলের মতো এত বৈচিত্রতা নেই আর কোথাও। ইংলিশ টিমের বেশিরভাগ ক্রিকেটারই জন্মসূত্রতায় ইংল্যান্ডের নয়। এছাড়াও ইংলিশ দলে বর্তমানে আদিল রশিদ, মঈন আলীর মতো মুসলিম ক্রিকেটারদেরও বিচরণ রয়েছে।

একই চিত্র দেখা যায় ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। সেখানেও বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির ক্রিকেটাররা সুযোগ পেয়ে থাকেন। সবার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার রমজানে ২২ এপ্রিল মুসলিম ক্রিকেটারদের সম্মানে লর্ডসের বলরুমে ইফতার আয়োজন করলো ইসিবি।

প্রথমবারের মতো লর্ডসের ব্যালকনিতে আজানের সুমধুর ধ্বনির আওয়াজ শোনা গেল। আর সেই আজান শুনেই লর্ডসের বলরুমে প্রথমবারের মতো ইফতারের মতো ঘটনা ঘটলো।

এই ইফতার পার্টিতে কেবল ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার নয়, বরং সব ক্রিকেটারকে আমন্ত্রণ করেছে ইসিবি। ব্যক্তিগত বা আইপিএল খেলায় অনেকে উপস্থিত থাকতে পারেনি সেখানে। তবে দেখা গেছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গানকে।

পরবর্তীতে ইফতার পার্টি বিষয়ে টুইটও করতে দেখা যায় মর্গানকে। যেখানে সবার উদ্দেশ্যে মর্গান লিখেন, ‘হোম অফ ক্রিকেটে প্রথমবারের মতো ইফতার করলাম। যা ছিল সত্যি উপভোগ্য। ‘‘রামাদান কারীম’’

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর