thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

আজ দেওয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট

২০২২ এপ্রিল ২৬ ১০:০৪:৩০
আজ দেওয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদুল ফিতরের ট্রেনের ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ। আজও টিকিট কাটার জন্য একদিন আগে থেকে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। তাদের কেউ কেউ জানালেন, তারা ২৫ এপ্রিল বেলা ১২ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

অনলাইনে টিকিট কারসাজি করে সেগুলো কালোবাজারে ছাড়া হয়। এর ফলে কাউন্টারে টিকিটের জন্য হাহাকার লেগেই থাকে বলে জানান সংশ্লিষ্টরা।

এ বছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া কাউন্টারে।

টিকিট যা আছে, তার তুলনায় অনেক বেশি যাত্রী দাঁড়িয়ে আছে কাউন্টারে। তাই কেউ টিকিট পাচ্ছে, আবার অনেককে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।

আজও রাজধানীর পাঁচটি স্টেশন থেকে একযোগে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।

এবারই প্রথম একযোগে রাজধানীর পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এগুলো হলো–কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

এসব স্টেশনের সবগুলোতেই নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টারের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে।

কতৃপক্ষ বলছে, দুই বছর পর এবার ঈদে ট্রেন চলবে এবং পুরোদমেই চলবে। সবগুলো ট্রেনই চলবে।

২৭ এপ্রিলের টিকিট গতকাল শনিবার (২৩ এপ্রিল) দেওয়া হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) দেওয়া হয়েছে ২৮ এপ্রিলের টিকিট।

এ ছাড়া, ২৯ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে সোমবার (২৫ এপ্রিল)। ৩০ এপ্রিলের টিকিট আজ ২৬ এপ্রিল ও ১ মের টিকিট আগামীকাল ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

এদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামী ১ মে থেকে শুরু হবে বলে রেলওেয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর