thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

২০২২ এপ্রিল ২৭ ০২:৫৭:৩৭
সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় , ব্যাংকটির নন-কনভাটেবল, আনসিকিউরড ফুল্লি প্রিপেইড, ফুল্লি-রিডেমাবল এই বন্ড অনুমোদন করা হয়েছে। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনগতভাবে যোগ্য বিনিয়োকারীদের মাঝে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর