thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ট্রেনযোগে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু

২০২২ এপ্রিল ২৭ ১১:৩৮:৩৩
ট্রেনযোগে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: শুরু হলো ঈদযাত্রা। আজ বুধবার (২৭ এপ্রিল) ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন ভোর সাড়ে ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেসে’র মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা শিডিউল বিপর্যয়ে পড়ে। তবে পরের ট্রেন সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেসে’র মাধ্যমে ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু হয়।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। এর মধ্যে শুধু আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।

এদিকে ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন ঘরমুখী মানুষ। তারা বলছেন, শুরুর দিনই এমন দেরি হলে এসব ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এতে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর