thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিনিয়োগকারীর মৃত্যুর পরে শেয়ার মালিকানা পাবেন নমিনি

২০২২ এপ্রিল ২৮ ১২:৫২:১৩
বিনিয়োগকারীর মৃত্যুর পরে শেয়ার মালিকানা পাবেন নমিনি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীর মৃত্যুর পর গ্রাহক হিসাবে রক্ষিত অর্থ এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজ তার নমিনিকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সুত্রে জানা গেছে।

তথ্য মতে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মনোনীত নমিনিকে উক্ত বিনিয়োগকারীর মৃত্যুর পর তার গ্রাহক হিসাবে রক্ষিত অর্থ এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজ হস্তান্তর বিষয়ে গত এপ্রিল ২০ অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগকারী কোনো ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করে থাকে, মনোনীত নমিনি ওই বিনিয়োগকারীর মৃত্যুর পর তার গ্রাহক হিসাবে রক্ষিত অর্থ এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজসমূহ প্রাপ্য হবেন।

এ ছাড়া বিনিয়োগকারী কোনো ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত না করে থাকলে, উইথ বিনিয়োগকারীর মৃত্যুর পর আদালত কর্তৃক ইস্যুকৃত ওয়ারিশান সনদ অনুযায়ী উত্তরাধিকারী বা উত্তরাধীগণ

মৃত ব্যক্তির গ্রাহক হিসেবে রক্ষিত তহবিল এবং বিও হিসাবে রক্ষিত সিকিউরিটিজসমূহ প্রাপ্য হবেন।

নতুন এ সিদ্ধান্তের ফলে ২০১৮ সালের ২৩ অক্টোবর জারি করা নির্দেশনাটি বাতিল করা হলো।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর