thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

২০২২ এপ্রিল ২৯ ২০:১৮:১০
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোর থেকে শুক্রবার (২৯ এপ্রিল) ভোর পর্যন্ত সময়ে এ যানবাহন পারাপার হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সময়ে মোট ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে পার হয়েছে ১৮ হাজার ৯০৭টি আর পশ্চিম টোল প্লাজায় ১৪ হাজার ৮২৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজা ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা আর পশ্চিম প্লাজায় ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকার টোল আদায় হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি আরও জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর