thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

২০২২ এপ্রিল ৩০ ১৫:১৭:৫৮
২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতুর ওপর শুক্রবার ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।

শনিবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় শুক্রবার সর্বোচ্চ সংখ্যক গাড়ি বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে।

এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ৭৮১টি গাড়ি পার হয়েছে। ঢাকাগামী লেনে পার হয়েছে ১৬ হাজার ৪১৮টি গাড়ি।

সেতুর পূর্ব টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫০ টাকা। পশ্চিম পারে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর