thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

বাবা-মায়ের কবরের পাশে শায়িত আবুল মাল আবদুল মুহিত

২০২২ মে ০১ ১৬:২০:৫২
বাবা-মায়ের কবরের পাশে শায়িত আবুল মাল আবদুল মুহিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১ মে) বিকেল ৩টায় সিলেট নগরীর রায়নগরস্থ ডিপ্টি বাড়িতে বাবা প্রয়াত অ্যাড. আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে শায়িত করা হয় তাকে।

এর আগে, বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। এতে অংশ নেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিরা। জানাজায় ঢল নামে সাধারণ মানুষের।

এদিন দুপুর ১২টায় নগরের ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে আবুল মাল মুহিতের লাশ আনা হয় কেন্দ্রীয় শহিদ মিনারে। এখানে সব শ্রেণী-পেশার মানুষ আবদুল মুহিতকে শেষবারের মত শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুলহক গাছবাড়ি।

জানাজার আগে বক্তব্য রাখেন মরহুমের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিন, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান হাবিব, মুহিবুর রহমান মানিক, সিলেট মহানগর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ‌্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ স্থানীয় বিশিষ্টজনরা।

এদিকে দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের লাশ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে আগে থেকেই শত শত নেতাকর্মী, ভক্ত-অনুরাগী ফুল নিয়ে উপস্থিত হন। সোয়া ১২টার দিকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। দেড়টার দিকে লাশ নিয়ে যাওয়া হয় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে। যেখানে অনুষ্ঠিত হয় মরহুমের সর্বশেষ জানাজা।

এর আগে, শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আ.লীগের নেতারা। তখন স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, সাবেক অর্থমন্ত্রীর মরদেহ সিলেটে পৌঁছার আগে থেকেই জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীর ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ধোপাদিঘীরপাড় হাফিজ কমপ্লেক্সে ভিড় করেন। এসময় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে বাসার আঙিনা।

সর্বজন শ্রদ্ধেয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ সিলেটে পৌঁছার আগে ২ দিনের কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মুহিত বেশ কিছুদিন ধরে বার্ধক্যের নানা জটিলতা ও লিভার ক্যানসারে ভুগছিলেন। তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তিও করা হয়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

মুক্তিযুদ্ধে দেশের পক্ষে অনন্য অবদান রাখা দেশের এই কৃতি সন্তান ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর