thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রিয়ালকে শিরোপা জিতিয়ে আনচেলত্তির অনন্য রেকর্ড

২০২২ মে ০২ ১৩:১৫:০৩
রিয়ালকে শিরোপা জিতিয়ে আনচেলত্তির অনন্য রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক: এস্পানিওলকে হারিয়ে গতরাতে স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের শিরোপা জয়ে অনন্য রেকর্ডের মালিক হলেন দলের কোচ কার্লো আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবগুলোর শিরোপাই জিতেছেন। সেগুলো হলো- ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেস-লিগা, সিরি-আ, লিগ ওয়ান এব! লা-লিগা।

২০০৪ সালে এসি মিলানকে সিরি আ, ২০১০ সালে চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, ২০১৩ সালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ান ও ২০১৬-১৭ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেস-লিগার শিরোপা এনে দেন আনচেলত্তি। আর এবার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি লা-লিগার শিরোপার স্বাদ নিলেন।

২৫ বছর ধরে কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে ২২ ট্রফি জিতেছেন ৬২ বছর বয়সী আনচেলত্তি। এবার লা লিগা জয়ের পর তিনি বলেন, 'মৌসুমটি দারুণ কেটেছে এবং ছেলেরা অনেক ধারাবাহিক ছিল। খেলোয়াড়দের ধন্যবাদ জানাতেই হবে তাদের কাজ এবং মানসিকতার জন্য। এখন শুধু উৎসব হবে। আমি উদযাপন করতে চাই। পাঁচটি শীর্ষ লিগ জিততে পেরে আমি গর্বিত। '

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর