thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ঈদ অফারের নামে কোটি টাকা আত্মসাত, একজন গ্রেপ্তার

২০২২ মে ০২ ১৩:২০:৩৯
ঈদ অফারের নামে কোটি টাকা আত্মসাত, একজন গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের এক কর্মকর্তা চট্টগ্রামে পরিবেশকদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে প্রায় ৩৩ লাখ টাকা কলসিতে ভরে পাবনার হেমায়েতপুরে একটি বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা হয়। পুলিশ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করে সেই টাকা। গ্রেপ্তার করা হয় ওই কর্মকর্তার স্ত্রীকে।

পুলিশ তথ্য পেয়েছে, টাকা আত্মসাতকারী ওয়ালটনের ওই কর্মকর্তা দুবাই পালিয়ে গেছেন। পাবনা থেকে ওয়ালটনের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেনের স্ত্রী নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় আনা হয়েছে। জব্দ করা হয়েছে ৩২ লাখ ৮৯ হাজার টাকা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ওয়ালটনের ডিলারদের ঈদ অফারের নামে ডিসকাউন্টে পণ্য দেওয়ার কথা বলে প্রায় দেড় কোটি টাকা সংগ্রহ করেন ফারুক। গত এক মাসে এই টাকা সংগ্রহের পর গত দেড় সপ্তাহ ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অফিসে তার স্থায়ী ঠিকানা যেটা দিয়েছিল যাচাই করে দেখা যায়, সেটি ভুয়া। তখন ওয়ালটনের চট্টগ্রাম কার্যালয়ের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা সদর থানার হেমায়েতপুরে ফারুকের অবস্থান শনাক্ত করি। তবে এর মধ্যে ফারুক ও তার স্ত্রী দুইবার স্থান পরিবর্তন করে।

ওসি জানান, পাবনা সদর থানার সহযোগিতায় শুক্রবার রাতে হেমায়েতপুরের বাড়িতে অভিযান শুরু করে কোতোয়ালী থানা পুলিশ। সেখানে ফারুককে পাওয়া না গেলেও তার স্ত্রী নুরজাহান বেগমকে পাওয়া যায়। নুরজাহানকে জিজ্ঞাসাবাদে মেলে টাকার হদিস। তার তথ্য অনুযায়ী ঘরের কোনায় মাটি খুঁড়তেই বেরিয়ে এল দু’টি সিলভারের কলস। কাপড় এবং পলিথিন দিয়ে সেগুলোর মুখ বন্ধ করা ছিল। খোলার পর বেরিয়ে আসে টাকার বান্ডিল।

দুই কলসিতে ৩২ লাখ ৮৯ হাজার টাকা পাওয়া যায়। ফারুক কিছু টাকা তার এক ভাগ্নের কাছে রেখেছিল। কিন্তু স্ত্রীকে আটক করে মাটি খুঁড়ে টাকা উদ্ধার করতে যে সময় লেগেছে, এর সুযোগে ওই ভাগ্নে পালিয়ে যায়। স্ত্রী বলেছে, অবশিষ্ট টাকা নিয়ে ফারুক দুবাইয়ে পালিয়ে গেছে। এই তথ্য আদৌ সত্য কি না আমরা খতিয়ে দেখছি। তবে তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল সেট আমরা উদ্ধার করেছি। নুরজাহানকে গত ২২ এপ্রিল ওয়ালটনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর