thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইংল্যান্ডের কাউন্টিতে ডাক পেলেন মোহাম্মদ আশরাফুল

২০২২ মে ০২ ১৭:৫১:০৫
ইংল্যান্ডের কাউন্টিতে ডাক পেলেন মোহাম্মদ আশরাফুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে খেলতে যুক্তরাজ্য যাচ্ছেন মোহাম্মদ আশরাফুলসহ বাংলাদেশের সাত ক্রিকেটার। পবিত্র ইদুল ফিতরের ছুটি শেষে তাদের ফ্লাইট।

মোহাম্মদ আশরাফুল, এনামুল হক জুনিয়র এর আগেও বেশ কয়েকবার সেখানকার মাইনর কাউন্টি ক্রিকেটে খেলেছেন। এবারের আসরে যোগ হচ্ছেন আরও পাঁচ বাংলাদেশি।

তারা হলেন- ইমরুল কায়েস, আরাফাত সানি, ফরহাদ রেজা, জহুরুল ইসলাম অমি এবং সোহরাওয়ার্দী শুভ।

২০০৬ সালে প্রথম মাইনর কাউন্টি খেলা আশরাফুল আগামী বৃহস্পতিবার (৫ মে) যাচ্ছেন ইংল্যান্ডে। এরপর ৭ মে সরাসরি মাঠে নামবেন এ ব্যাটার। সেখানে প্রায় চার মাস বাংলাদেশের এই সাত ক্রিকেটার অবস্থান করবেন। কেননা দীর্ঘসময় ধরে লিগটি অনুষ্ঠিত হয়।

২০০৬, ২০১২ এবং ২০১৯ সালে মাইনর কাউন্টিতে খেলেছেন আশরাফুল। সেখানকার লিগ ও পরিবেশ সম্পর্কে তিনি বললেন, ভালো লাগছে শুনে যে আরও পাঁচজন এবার যাচ্ছে। এনাম জুনিয়র দুই-তিনবার খেলেছে।

আশরাফুল আরও বলেন, সেখানে ভালো ক্রিকেট হয়। সুযোগ-সুবিধাও খুব ভালো। এই লিগে ভালো খেললে মূল লিগে খেলার সুযোগ থাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর