thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মালিকের গরু বেচে শ্রমিকদের বেতন-বোনাস দিলো প্রশাসন

২০২২ মে ০৩ ০৯:৩৬:২২
মালিকের গরু বেচে শ্রমিকদের বেতন-বোনাস দিলো প্রশাসন

দ্য রিপোর্ট প্রতিবেদক: মালিকের গরু বেচে জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের বেতন-বোনাস দিয়েছে প্রশাসন

কারখানার মালিকের খামারের গরু বিক্রি করে গাজীপুর ভোগড়া এলাকার জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের আংশিক বেতন ও ঈদ বোনাস দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (১ মে) রাতে জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলার ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াসিউজ্জামান চৌধুরী।

ওয়াসিউজ্জামান জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে রোববার সকাল থেকে জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) শ্রমিকদের বেতন-বোনাসের জন্য ১০ লাখ টাকা ধার হিসেবে দেয় কারখানা মালিককে। এছাড়া, শ্রমিকদের উপস্থিতিতে কারখানার পাশে থাকা মালিকের খামারের নয়টি গরু বিক্রি করে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং মালিকের নিজস্ব ৪ লাখ ৮৯ হাজার টাকাসহ মোট ২২ লাখ ৩৯ হাজার টাকার ব্যবস্থা করা হয়। পরে ৫৪৪ জন শ্রমিকের প্রত্যেককে ৪ হাজার টাকা করে এবং তিন ঠিকাদারকে ৬০ হাজার টাকা দেওয়া হয়।

বেতন-বোনাসের দাবিতে কারখানার ভেতরে অবস্থান ধর্মঘট করেন জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা

উল্লেখ্য, জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শনিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে কারখানার ভেতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেন। তারা শনিবার কারখানার ভেতরেই রাত যাপন করেন এবং পানি ও বিস্কুট খেয়ে সেহরি ও ইফতার করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর