thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

ক্রিকেটারদের ঈদ বার্তা

২০২২ মে ০৩ ১৯:০৩:৪০
ক্রিকেটারদের ঈদ বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক: ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।’ কাজী নজরুল ইসলামের গানটার মতোই দিনটা খুশিতে কেটেছে সবার। সারা মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে পালিত হয়েছে ঈদ। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে পড়েছে ঈদের আমেজ।

ব্যস্ততা নেই আন্তর্জাতিক ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মৌসুমও শেষ হয়েছে ঈদের আগেই। তাই তো টাইগার ক্রিকেটাররা ঈদের আগেই ছুটে গেছেন নাড়ির টানে। নিজেদের মতো করে সময়টা উপভোগ করেছেন পরিবার, বন্ধুদের সঙ্গে।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ঈদ করেছেন ঢাকায়। ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মিরপুরের পল্লবীতে। তার দিন কাটছে ছেলে-মেয়েদের সঙ্গে।

গ্রামের বাড়ি মাগুরায় ঈদ করতে যাওয়া সাকিব আল হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন), সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক, যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’

মুশফিকুর রহিম তার ভক্ত সমর্থকদের ঈদ মোবারক জানিয়েছেন। টি-টোয়েন্টি অধিনায়ক ঈদ কার্ড পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘এই ঈদ উল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ ও সুখ, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরছি। চলুন নিরাপদে একে অন্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করি।’

গ্রামের বাড়ি বরিশালে ঈদ করতে গেছেন অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোটে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়লেও ঈদ আনন্দে ভাসিয়েছেন নিজেকে। লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটুক শান্তিতে। ঈদ মোবারক।’

দেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ চোট সারাতে ইংল্যান্ড রওয়ানা করবেন আগামী ৬ মে। তার আগে ঈদের বাড়তি পাওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান। বন্ধু আর পরিবারের সঙ্গে ঈদ কাটানো তাসকিন লিখেছেন,‘ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর