thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

২০২২ মে ০৫ ০৯:৫৩:৩২
নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক জন এবং সংঘর্ষের সূত্রপাতকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরীয়তপুর ও কক্সবাজার থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গত ১ মে এ আদেশ দেন।

ওই পাঁচ শিক্ষার্থীরা হলেন—ঢাকা কলেজের হিসাববিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজবিজ্ঞান বিভাগের ইরফান, বাংলা বিভাগের ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

নথি থেকে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময়ে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পরে ভোরে শান্ত হলেও সকাল সাড়ে ১০টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা।

এ সংঘর্ষের মধ্যেই নাহিদ ও মুরসালিন নামের দুজনের প্রাণহানি ঘটে এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।

এ ঘটনায় মামলা হয়েছে তিনটি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর