thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মোস্তাফিজহীন ম্যাচে ওয়ার্নার-পাওয়েল দ্যুতি

২০২২ মে ০৬ ১২:০৯:৩৫
মোস্তাফিজহীন ম্যাচে ওয়ার্নার-পাওয়েল দ্যুতি

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে দিল্লী ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচ থেকে ছিলেন মোস্তাফিজ নিয়মিত। ৮ ম্যাচে ৩০.৫০ গড়ে পেয়েছেন ৮ উইকেট এই বাঁ হাতি কাটার মাস্টার। ওভারপ্রতি ইকোনমি ৭.৬২ও বলার মতো।

আছে কলকাতা নাইট রাইডার্স (৩/১৮) এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ টি (৩/২৩) করে উইকেট। তবে গত ১ মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে উইকেটহীন কাটানোটাই কাল হয়ে দাঁড়িয়েছে মোস্তাফিজের।

টানা ৮ ম্যাচ খেলে বাদ পড়েছেন মোস্তাফিজ। তবে মোস্তাফিজের বাদ পড়া রাতে সানরাইজার্স হায়দারাবাদকে ২১ রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লী ক্যাপিটালস।

মোস্তাফিজহীন দিল্লী এদিন ওয়ার্নারের ৫৮ বলে ৯২*, রোভমন পাওয়েলের ৩৫ বলে ৬৭ রানে ভর করে স্কোর দাঁড় করিয়েছে ২০৭/৩। অবিচ্ছিন্ন চতুর্থ জুটিতে এই দুই ব্যাটার যোগ করেছেন ১১২। জবাব দিতে এসে পেসার খলিল (৩/৩০) ও শার্দুল ঠাকুরের (২/৪৪) বোলিংয়ে সানরাইজার্স থেমেছে ১৮৬/৮-এ। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক হিসেবে নিজের নাম ঘোষণায় চাঙ্গা নিকোলাস পুরান বৃহস্পতিবার রাতে করেছেন ৩৪ বলে ৬৪। মার্করাম করেছেন ২৫ বলে ৪২।

মোস্তাফিজহীন রাতে সানরাইজার্সের জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক একটি ডেলিভারি ঘন্টায় ১৫৭ কিলোমিটার করে হৈ চৈ ফেলে দিয়েছেন। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গতির বল করেছেন এই রাতে উমরান।
এই ম্যাচ জিতে দিল্লীর সংগ্রহ ১০ ম্যাচে ১০ পয়েন্ট। হেরেও সানরাইজার্সের সংগ্রহ সম সংখ্যক পয়েন্ট।

দিল্লী ক্যাপিটালস : ২০৭/৩ (২০.০ ওভারে)
সানরাইজার্স হায়দারাবাদ : ১৮৬/৮ (২০.০ ওভারে)
ফল : দিল্লী ক্যাপিটালস ২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ওয়ার্নার (দিল্লী ক্যাপিটালস)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর