thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সৌরভের বাড়িতে অমিত শাহর ভোজ, মেন্যুতে যা ছিল

২০২২ মে ০৭ ১০:১৩:৫৬
সৌরভের বাড়িতে অমিত শাহর ভোজ, মেন্যুতে যা ছিল

দ্য রিপোর্ট ডেস্ক: ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। শুক্রবার রাত ৮টার দিকে সৌরভের বাড়িতে পৌঁছান তিনি। এরপর গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজ সারেন অমিত শাহ।

জানা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও অমিত শাহের সঙ্গে দেখা করেন পরিবারের আরও সাত সদস্য। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরভের দুই সহায়ক এবং দুই পরিচারিকা। সৌরভের মায়ের তত্ত্বাবধানে হয় সব রান্না।

যা ছিল সৌরভের বাড়ির 'শাহী' মেন্যুতে

আমপোড়া সরবত
গন্ধরাজ ঘোল
মোচার চপ
ছানা-কড়াইশুঁটির চপ
পুরভরা আলু
ব্রকলি কর্ন টার্ট
ভেজিটেবল ডিমসাম
আম পোস্তর বড়া
কড়াইশুঁটির কচুরি
ভাজা মশলার আলুর দম
এঁচোড়ের কালিয়া
ছানার কোপ্তা
কাজু-কিশমিশ পোলাও
ভাজা মুগের ডাল
মিষ্টি দই
নলেন গুড়ের সন্দেশ
পান
ভাজা মৌরী
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর