thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গুঞ্জনের মধ্যেই মাদ্রিদে দেখা মিলল এমবাপের

২০২২ মে ১০ ১৫:২৩:০৩
গুঞ্জনের মধ্যেই মাদ্রিদে দেখা মিলল এমবাপের

দ্য রিপোর্ট ডেস্ক: রিয়াল মাদ্রিদে আসবেন কী আসবেন না - এ নিয়ে তুমুল বাহাস চলছে কিলিয়ান এমবাপে আর স্প্যানিশ ক্লাবটির মধ্যে। গুঞ্জনের ঢাল-পালা যখন বাতাসেই বেশি গজাচ্ছিল, তখন হঠাৎই এমবাপেকে দেখা গেলো স্পেনের রাজধানী মাদ্রিদে। সঙ্গে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, পিএসজিতে বর্তমানে এমবাপের সতীর্থ আশরাফ হাকিমি এবং তার ভাই নাবিল।

হঠাৎ করে এমবাপের মাদ্রিদে আগমন গুঞ্জনের মাত্রাটা আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তাহলে কী রিয়ালের সঙ্গে ফাইনাল দফা-রফা করতে মাদ্রিদে আগমণ পিএসজি তারকার!

আশরাফ হাকিমি এবং নাবিলের সঙ্গে মাদ্রিদের একটি রেস্টুরেন্টে দেখা গেছে এমবাপেকে। মাদ্রিদে এভাবে প্রকাশ্যে তার ঘুরে-বেড়ানোয় রিয়ালে যোগ দেয়ার গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে, সন্দেহ নেই।

পিএসজির সঙ্গে এ বছরই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে এমবাপের। কাগজে-কলমে চলতি মে মাস এবং আগামী জুন মাসই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তিতে আবদ্ধ থাকছেন এই ফ্রান্স স্ট্রাইকার। এরপরই তিনি ফ্রি হয়ে যাচ্ছেন। ফুটবলের ভাষায় যাকে বলে ফ্রি এজেন্ট। রিয়ালে যোগ দিতে তখন আর এমবাপের সামনে কোনো বাধা থাকবে না এবং কোনো ট্রান্সফার ফি ও দিতে হবে না।



আশরাফ হাকিমি এবং নাবিলের সঙ্গে মাদ্রিদে তোলা একটি ছবি এমবাপে নিজেই পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম পেজে। তবে শুধুমাত্র এমবাপেই নয়, একই দিনে মাদ্রিদে দেখা গেছে পিএসজির মালিক নাসের আল খেলাইফিকেও।

তবে তিনি স্পেনের রাজধানীতে এসেছেন ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে যোগ দিতে। তবে, সেখানে তিনি মাদ্রিদের কারো সাথে কোনো কিছু নিয়ে বৈঠক করবেন না বলে জানা গেছে।

ওদিকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে অবসরে জিনেদিন জিদান। তাকে পেতে চায় পিএসজি। যদিও জিদান চান বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব নিতে। এ জন্য আগে সরে দাঁড়াতে হবে বর্তমান কোচ দিদিয়ের দেশমকে। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লো গ্রায়েত বলছেন, ‘জিদান হয়তো পিএসজির চাকরিটা নিতে পারে। ফরাসিদের চোখে সে দিদিয়েরের উত্তরসূরি হতে পারে।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর