thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের বিশাল পতনের পাশাপাশি কমেছে লেনদেন 

২০২২ মে ১১ ১৬:৫৭:৫২
সূচকের বিশাল পতনের পাশাপাশি কমেছে লেনদেন 

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২২ কোটি ৩৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৫৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪২০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মাহা / ১১ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর