thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

২০২২ মে ২৫ ১০:১০:২৯
কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৫ মে) দিনের শুরুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় কবির সমাধির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে দোয়া করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কবি নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবির দুই নাতনি মিষ্টি কাজি ও খিলখিল কাজি। এসময় তারা কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান একই সাথে কবিকে বিশ্বময় ছড়িয়ে দিতে কবির রচনাগুলো বিভিন্ন ভাষায় অনুদিত করার দাবি জানান তারা। এছাড়া নতুন প্রজন্মের কাছে নজরুলকে পরিচিত করতে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জন্মদিন পালনের ব্যবস্থা করার দাবি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর