thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২০২২ মে ২৬ ১৫:২০:০০
তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর পরিবর্তে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌরুটে ফেরি চলছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে পদ্মায় পানির স্রোত তীব্র আকার ধারণ করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতুর ১৯ ও ২০নং পিলারের মাঝ দিয়ে ফেরি চলাচল করত। তীব্র স্রোতের কারণে বুধবার (২৫) রাতে সেতুর দুই কিলোমিটার উজানে স্থাপিত দিকনির্দেশনা বয়া ভেসে গেলে ফেরি চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুল করিম বলেন, পদ্মায় পানির তীব্র স্রোতের কারণে বুধবার (২৫ মে) সেতুর দুই কিলোমিটার উজানে স্থাপিত দিকনির্দেশনা বয়া ভেসে গেলে ফেরি চলাচল বিঘ্নিত হয়। তবে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর